স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগের শিরোপা জয়ের পথে পিএসজি। প্যারিসের ক্লাবটির বড় জয়ের রাতে ফরাসি ফুটবলে ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের ম্যাচটিতে লরিয়েন্টকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে এমবাপের দল।
বড় জয়ের এই ম্যাচে ইতিহাস গড়েছেন এমবাপে। ফরাসি ক্লাব ফুটবলে তিনি এখন যে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৫৫ গোলের মালিক। প্যারিসের জার্সিতে একের পর এক গোল তিনি করেই যাচ্ছেন। ক্লাবটিতে কিছুটা অসন্তুুষ্ট থাকলেও পারফর্মে ভাটা পড়েনি কখনো। এর আগে রজার কোর্তোয়া ২৫৩ গোল করে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন।
উসমান ডেম্বেলে ও কিলিয়ান এমবাপের জোড়া গোলে লরিয়েন্টকে হারিয়ে শিরোপার কাছাকাছি আছে পিএসজি। ম্যাচটির প্রথমার্ধেই ডেম্বেলে ও এমবাপে একটি করে গোল করেন। ১৯তম মিনিটে ডেম্বেলে পিএসজিকে এগিয়ে দেন ১-০ গোলে, মিনিট তিনেক পরেই ২২তম মিনিটে এমবাপে ব্যবধান বাড়িয়ে নেন ২-০ গোলে। এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতিপর ডেম্বেলে আরো ব্যবধান বাড়ান। ৬০তম মিনিটে লরিয়েন্টকে ৩-০ ব্যবধানে পেছনে ফেলেন তিনি। এরপরই মোহাম্মদ বাম্বার গোলে লরিয়েন্ট ব্যবধান কমিয়ে স্কোর লাইন ৩-১ করে।
তবে শেষ দিকে এমবাপে নিজের জোড়া গোল পূর্ণ করের্ন। ৯০তম মিনিটে তার গোলে পিএসজির ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post