স্পোর্টস ডেস্ক:: দুই স্প্যানিশের গোলে লা লিগায় দারুণ জয় তুলে নিয়েছে শিরোপা জেতা বার্সেলোনা। নির্ভার বার্সা ফাতি-গাভিদের গোলে মায়াকোকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।
শিরোপা জেতা বার্সেলোনা খেলেছে দুর্দান্ত। নির্ভার বার্সা যেনো আরো উজ্জ্বল। আনসু ফাতির জোড়া গোলের সঙ্গে স্বদেশী গাভির গোলে মায়াকোকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এই জয়ে ক্যাম্প ন্যুতে বার্সার দুই ‘কিংবদন্তী’ জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের বিদায় হলো রঙিন। প্রথমার্ধে ফাতির জোড়া গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে গাভির গোলে দুই ক্লাব গ্রেটের দারুণ বিদায় হলো। ক্যাম্প ন্যুতে বার্সার জার্সিতে আপাতত আর দেখা যাবে না এই দুই তারকাকে।
ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত মায়াকোকে কোণঠাসা করে রাখে বার্সেলোনা। ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখে জাভির দল। চ্যাম্পিয়নদের ৭১১ পাসের বিপরীতে মায়াকোর পাস ছিলো মাত্র ১৯৫। গাভিদের ৯ অন শট টার্গৈটের বিপরীতে প্রতিপক্ষের ছিলো মাত্র ১টি।
প্রথমার্ধেই মায়াকো হয়ে যায় ১০ জনের দল। ম্যাচের ১৪তম মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আমাত এনদিয়া। দশ জনের প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছিনিমি খেলা বার্সেলোনা।
ম্যাচের প্রথম মিনিটেই ফাতি গোল করে নিয়ন্ত্রণ নেন ম্যাচের। ১-০ গোলে এগিয়ে যাওয়া বার্সাকে আবারো এগিয়ে দেন স্প্যানিশ এই তারকা। ম্যাচের ২৪তম ২-০ গোলে লিড নেয় স্বাগতিকরা। ফাতি পূর্ণ করেন জোড়া গোল। প্রথমার্ধেই পিছিয়ে পড়া মায়াকো বিরতির আগে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
বিরতির পর খেলা শুরু হলে বার্সা যেনো আরো উজ্জ্বল হয়ে উঠে। এবার ফাতির স্বদেশী আরেক তরুণ গাভিও গোল করেন। ম্যাচের ৭০তম মিনিটে তার গোলেই ক্যাম্প ন্যুতে স্বাগতিকরা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে পিছিয়ে পড়া দশ জনের মায়াকো আর ঘুরে দাঁড়াতে পারেনি। পায়নি জালের দেখা। জাভির দল তাই শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post