স্পোর্টস ডেস্ক:: লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সঙ্গে আশরাফ হাকিমীদের গোলে বড় জয় তুলে নিয়েছে পিএসজি। পাঁচ গোলের ম্যাচে ফরাসি জায়ান্টরা লিওঁকে হারিয়েছে ৪-১ ব্যবধানে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে কোনো প্রতিরোধই গড়তে পারেনি লিওঁ। চার গোল হজমের পর পেনাল্টি থেকে গোল পেয়ে ব্যবধান কেবল কমিয়েছে দলটি। প্রথমার্ধের তিন গোলের সাথে দ্বিতীয়ার্ধের এক গোলে এমবাপেরা জিতেছেন ৪-১ ব্যবধানে।
শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। প্রথমার্ধে লিঁও কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ফরাসি জায়ান্টরা একে একে চার গোল আদায় করে নেয়। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে লিঁও। তবে আর নতুন করে গোল হজম করতে হয়নি দলটিকে।
ম্যাচের ৪র্থ তম মিনিটেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ১-০ করেন তিনি। এর মিনিট পনেরো পরই মিশরীয় তারকা আশরাফ হাকিমী ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ১৬তম মিনিটে তার গোলেই পিএসজি এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
প্রথমার্ধে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা লিঁও আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পাচ্ছিলো না। ৩৮তম মিনিটে মার্কো আসেনিও’র গোলে পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপরই কিলিয়ান এমবাপে নিজের জোড়া গোল পূর্ণ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন তিনি। পিছিয়ে থেকে বিরতিতে যায় লিঁও।
বিরতির পর লিঁও কিছুটা ঘুরে দাঁড়ায়। একটি গোল শোধ করে দলটি। ম্যাচের ৭৪তম মিনিটে পেনাল্টি পায় দলটি। টলিসো গোল করে ব্যবধান করেন ৪-১। ম্যাচের বাকীটা সময় কোনো দল আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত তাই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপেরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post