স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে শামার জোসেফের থাকা দরকার বলে মনে করেন ক্রিস গেইল। ডানহাতি এই পেসারকে উইন্ডিজের জার্সিতে বিশ্বকাপে চান টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে গেইল এমনটাই জানিয়েছেন। বর্তমানে আইপিএল অভিষেক অপেক্ষায় জোসেফ।
জীবন কখনো কখনো কল্পনাকেও হার মানায়। জোসেফের কথাই ধরা যাক। বছর খানেক আগেও ছিলেন নৈশপ্রহরী। সেখান থেকে নাটকীয়ভাবে ডাক পেয়েছিলেন উইন্ডিজ জাতীয় দলে। মাস তিনেক আগে অ্যাডিলেডে অভিষেকে টেস্ট খেলতে নেমে প্রথম বলেই স্টিভ স্মিথের মতো তারকা ব্যাটারকে ফিরিয়ে আলো কেড়েছিলেন। এরপর যা করলেন তা রূপকথাকেও হার মানাবে। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে ক্যারিবীয়দের ঐতিহাসিক জয়ের নায়ক সেই জোসেফ।
অস্ট্রেলিয়ায় অমন পারফরম্যান্সের পর আইপিএলে সুযোগ পেয়ে গেছেন জোসেফ। মার্ক উডের বদলি হিসেবে তাঁকে দলে টেনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। জোসেফকে বিশ্বকাপেও দেখতে চান উইন্ডিজের হয়ে দুটি শিরোপাজয়ী গেইল। নিউইয়র্কে বিশ্বকাপের ট্রফি ট্যুর উদ্বোধনের পর বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ‘আমাদের এরই মধ্যে আলজারি জোসেফ আছে, দুজন জোসেফকে পেলে তাই দারুণ হবে। দুজনই হয়তো একসঙ্গে খেলবে না। কিন্তু কেউ যদি চোটে পড়ে, তাহলে তাকে (শামার) দরকার পড়বে আমাদের। নির্বাচকদের জন্য এটা একটা মধুর সমস্যা। আন্দ্রে রাসেল দলে ফিরেছে। জেসন হোল্ডার ও নিকোলাস পুরানের অভিজ্ঞতা আছে। উইন্ডিজের শিরোপা উঁচিয়ে ধরতে তাদের বড় ভূমিকা থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post