নিজস্ব প্রতিবেদক:: সাভারের একটি হাসপাতালে ভর্তি তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। স্ত্রী আয়েশা সিদ্দীকা, বড় ভাই নাফিস ইকবালসহ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সিসিইউতে থাকা এই ক্রিকেটার ২৪ ঘন্টার পর্যবেক্ষণে আছেন। এখনি তাঁর হাসপাতাল বদল করা হবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, তামিম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাকে আগামি ২৪ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময়টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজ সকালে পরপর দু’বার হার্ট অ্যাটাক করেছেন তামিম। পরিস্থিতি এতোটা সংকটাপন্ন ছিলো হেলিকপ্টারে করেও নেওয়া যায়নি ঢাকার হাসপাতালে। তামিমের এই কঠীন সময়ে প্রার্থনা চলছে দুনিয়া জুড়ে। দেশের ক্রিকেটার, সংগঠক থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সবাই প্রার্থনা করছেন তামিমের দ্রুত ফিরে আসায়।
হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে আছে। তাকে সাভারের একটি হাসপাতালের সিসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
বিকেএসপিতে আজ সকালে মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ ছিলো। সেই ম্যাচের টসেও অংশ নেন তামিম ইকবাল। এরপর ফিল্ডিংয়ে নামার আগে বুকে ব্যাথা অনুভব হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, তার হার্ট অ্যাটাক হয়েছে।
সাভার থেকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের সাবেক এই ওপেনারকে ঢাকায় আনার চেষ্টা করা হয়। কিন্তুু এসময় দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় হেলিকপ্টারে করে ঢাকায় আনার মতো পরিস্থিতি ছিলো না। ফলে সাভারের হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করব।’
হাসপাতালে উপস্থিত হয়েছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহগ পরিবারের অন্যান্য সদস্যরা। অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস হাসপাতালে গেছেন বিসিবি সভাপিত ফারুক আহমদও।
তামিমের অসুস্থায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। বোর্ড পরিচালকদের সভাটি আজকে অনুষ্টিত হওয়ার কথা ছিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০