স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার লিটন দাস ও তামিম ইকবাল বিশ্রামে রয়েছেন। এই দুই তারকা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে খানিকটা দুঃশ্চিন্তার ভাঁজ ফেলেছেন সবার কপালে।
সাকিব আল হাসান ইনজুরিতে। আর তাই এই তারকার পরিবর্তে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস। কিন্তু বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার ভুগছেন জ্বরে। যার জন্য অনুশীলন না করে, বিশ্রামে আছেন। স্ক্যানও করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের পক্ষ থেকে। তবে শঙ্কার কারণ নেই। সিরিজের আগেই সুস্থ হওয়ার আশা করা হচ্ছে।
অপরদিকে চোটে ভুগছেন আরেক তারকা তামিম ইকবাল। পুরোনো পিঠের চোট ঝেঁকে বসেছে এই বাঁহাতি ওপেনারের। যার ফলে তাঁকেও বিশ্রামে রাখা হয়েছে। মাঝে-মধ্যেই এই ব্যাথা নাড়া দিয়ে ওঠে। খেলা শুরু হতে আরও সময় থাকায়, তামিমের সুস্থ হওয়া নিয়ে খুব এখনই কোনো মন্তব্য করছে না বিসিবি মেডিকেল টিম। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post