নিজস্ব প্রতিবেদক:: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে লিটন দাস যেনো রীতিমতো ফুঁসে উঠছেন। ব্যাটে তার বিস্ফোরণ ঘটিয়েই চলছেন। এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তাতেই ঢাকা ক্যাপিটালস ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে।
জয়ের জন্য ১৯৭ রান করতে হবে সিলেট স্ট্রাইকার্সকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। দুই ওপেনার লিটন দাস ও তানজীদ তামিম দারুণ শুরুও করেন। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। চতুর্থ ওভারের পঞ্চম বলে দলীয় ২৮ রানে ব্যক্তিগত ২২ রানে প্যাভেলিয়নে ফেরেন তিনি। তার বিদায়ের পর তিনে নামা জেপি কোটেজও দ্রুত ফিরেন সাজঘরে। ব্যক্তিগত ৯ রানে, ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে দলীয় ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ঢাকা।
তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা মোসাদ্দেকও ফিরেন দ্রুত। দলীয় ৬২ রানেই তৃতীয় উইকেট হারায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। ৭ বলে ৪ রান করেন এই অলরাউন্ডার। এক প্রান্ত আগলে রাখা লিটন দাস চতুর্থ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন। ১৫তম ওভারের তৃতীয় বলে দলীয় ১০৪ রানে সাব্বিরের বিদায়ে ভাঙে তাদের জুটি। দুই ছক্কায় ২১ বলে ২৪ রান করেন সাব্বির।
ওপেনার লিটন দাস পঞ্চম উইকেটে অধিনায়ক থিসারা পেরেরাকে নিয়ে ৮১ রানের জুটি গড়ে দলকে এনে দেন বড় পূঁজি। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে দলীয় ১৮৫ রানে লিটন বিদায়ের আগে খেলেন ৭০ রানের দারুণ এক ইনিংস। চারটি করে চার ও ছক্কায় সাজান ৪৮ বলের ইনিংসটি। তিনটি করে চার ও ছক্কায় ১৭ বলে ৩৭ রান করেন পেরেরা। ঢাকা থামে ৬ উইকেটে ১৯৬ রানে।
সিলেটের হয়ে সামিউল্লাহ ও টিপু সুলতান ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০