নিজস্ব প্রতিবেদকঃ যেন এই উড়ন্ত শুরুই চাই বাংলাদেশের। কতদিনের চাওয়া ছিল এমনটার! বাঁধনহারা ব্যাটিংয়ের সেই চাওয়া অবশেষে পূর্ণ হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং দেখাচ্ছে বাংলাদেশ দল। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু বাংলাদেশের।
আর উদ্বোধনী জুটিতে সেই শুরুর কারিগর লিটন দাস ও রনি তালুকদার। দুজনের বিদায়ের পর কাজটা করছেন নাজমুল হোসেন শান্ত। ইনফর্ম এই বাঁহাতি ব্যাটার দলের হাল ধরেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে হাকিয়েছেন নিজের ফিফটিও। ২৭ বল খেলে টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার।
তবে ফিফটি হাঁকিয়ে বেশি সময় টিকতে পারেননি। ১৩তম ওভারে দ্বিতীয় বলে মার্ক উডের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড আউট হয়েছেন। এর আগে খেলেছেন ১৭০ স্ট্রাইক রেটে ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস। সেই উডকে ইনিংসের সপ্তম ওভারে, যখন নিজের প্রথম ওভার করতে এসেছিল, তখন টানা চার বলে চারটি চার হাঁকিয়েছেন শান্ত।
শান্তর আগে প্যাভিলিয়নের পথ ধরেন তৌহিদ হৃদয়ও। তিনি এর আগের ওভারেই মঈন আলির বলে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে স্যাম কারানের হাতে ধরা পড়েন। নিজের অভিষেক ম্যাচে হৃদয় করেন ১৭ বলে ২ বাউন্ডারি ও ১ ছয়ে ২৪ রান করেন। হৃদয়ের বিদায়ে ভাঙে শান্তর সাথে ৬৫ রানের ঝড়ো জুটি।
হৃদয় ফিরে যাওয়ার পর ফিরেছেন শান্তও। এখন টাইগারদের হাল ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান। ৪ রান করে সাকিব ও ৫ রান করে আফিফ অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post