নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুর্দান্ত ব্যাটিংয়ে দলটি রূপগঞ্জ টাইগার্সকে ৩৩৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। সাভারের বিকেএসপিতে ম্যাচটি এক ওভার কেটে ৪৯ ওভার করা হয়েছে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩২ রানের পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক।
ইনিংসের শুরুতে প্রান্তিক নওরোজ নাবিল ও শাহদাত হোসেন দিপুর ব্যাটে ৭১ রানের উদ্বোধনী জুটি পায় প্রাইম ব্যাংক। তবে দ্রুততম সময়ে এই দুই ওপেনার ফিরে যান। টপ অর্ডারে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি আল আমিন জুনিয়রও। রান পেলেও, বড় স্কোর গড়তে পারেননি মোহাম্মদ মিঠুন।
পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন নাসির হোসেন ও ইয়াসির আলি রাব্বি। ফিফটি হাঁকানো নাসিরের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর দলীয় তিনশ পূরণের আগে আরও ২ উইকেট হারায় প্রাইম ব্যাংক। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ইয়াসির। অষ্টম উইকেটে তামিম ইকবালকে সাথে নিয়ে গড়ে তুলেন ৬৩ রানের জুটি। এই জুটি তিনশ পার করা বিশাল সংগ্রহ এনে দেয় প্রাইম ব্যাংককে।
ইনিংসের একেবারে শেষ বলে আউট হয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ইয়াসির। খেলেন ৯৬ রানের ঝলমলে ইনিংস। তার ৭১ বলের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে। ফিফটি হাঁকিয়ে ৪৮ বলে ৬ বাউন্ডারিতে ৫৩ রান করেন নাসির। ৮ বাউন্ডারিতে ৩৬ বলে ৪৬ রান করেন ওপেনার দিপু। অধিনায়ক মিঠুন ৩৭ ও ওপেনার নাবিল করেন ৩০ রান। আর শেষ দিকে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তাইজুল।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে আলাউদ্দিন বাবু শিকার করেন ৩ উইকেট। ২টি করে উইকেট লাভ করেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও ইয়াসিন আরাফাত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post