স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আজ ১২ মে, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে বৃষ্টি বাঁধায় নির্ধারিত সময়ের দুই ঘন্টারও বেশি সময় পড়ে শুরু হচ্ছে ম্যাচ।
ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৬টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল । টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে অ্যান্ড্রু বালবার্নি নেতৃত্বাধীন আয়ারল্যান্ড দল।
এর আগে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হওয়ার কথা ছিল সেই ম্যাচ। তবে বৃষ্টি বাঁধায় নির্ধারিত সময়ে টসই করা সম্ভব হয়নি। অবশেষে দুই ঘন্টারও বেশি সময় পড়ে শুরু হতে যাচ্ছে খেলা। বৃষ্টির কারণে কার্টেল ওভারে ম্যাচ গড়িয়েছে। ৫ ওভার কাঁটা হয়েছে ইনিংস প্রতি। ৫০ ওভারের পরিবর্তে তাই ৪৫ ওভারের ম্যাচ হবে।
এর আগে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে। বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করতে পারলেও, আয়ারল্যান্ড দল ২০ ওভারও খেলতে পারেনি। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজে তাই দুই দল সমান সমান অবস্থানে রয়েছে। এই ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post