নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ থেকে শুরু হচ্ছে ঢাকার তৃতীয় পর্ব। যেখানে মুখোমুখি লড়াইয়ে নামছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। মিরপুরের শের-ই বাংলায় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
তবে এর আগে ইতিমধ্যেই টস হয়েছে। যেখানে জিতেছেন খুলনা টাইগার্স অধিনায়ক শাই হোপ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।
দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন আজম খান, আহমেদ বাট ও শরিফ উদ্দিন। এর মধ্যে নিজ দেশে ফিরে গেছেন দুই পাকিস্তানি আজম খান ও আহমেদ বাট। তাদের পরিবর্তে একাদশে এসেছেন অ্যান্ড্রু বালবার্নি, পল ভ্যান মিকিরিন ও হাসান মুরাদ।
এদিকে বরিশালের একাদশেও এসেছে দুই পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন সাইফ হাসান ও সানজামুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন এবাদত হোসেন চৌধুরি ও ফজলে মাহমুদ রাব্বি।
খুলনা টাইগার্স একাদশ
শাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, অ্যান্ড্রু বালবার্নি, ইয়াসির আলি রাব্বি, হাসান মুরাদ, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, নাসুম আহমেদ, পল ভ্যান মিকিরিন ও শফিকুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, সালমান হোসেন, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post