নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে টস হয়ে গেছে ইতিমধ্যেই। আর সেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। যার ফলে আগে ব্যাট করবে ঋতুরাজ গায়কোয়াদের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে চেন্নাই নিজেদের একাদশে এক পরিবর্তন এনেছে। দলটির গেল আসরের অন্যতম সফল বোলার মাথিশা পাথিরানা ফিরেছেন একাদশে। আর তাকে জায়গা করে দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন পাথিরানারই স্বদেশী মহেশ থিকশানা। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলানোর যে শঙ্কা ছিল, সেটি আর তাই হচ্ছে না। মুস্তাফিজ ও পাথিরানা দুজনই রয়েছেন চেন্নাইয়ের একাদশে।
তবে পাথিরানাকে নামানো হবে ইমপ্যাক্ট সাব হিসেবে চেন্নাইয়ের বোলিং ইনিংসে। চেন্নাইয়ের টানা দুই ম্যাচেই একাদশে জায়গা হচ্ছে না মঈন আলির। চেন্নাই নিজেদের একাদশে পরিবর্তন আনলেও, গুজরাট একাদশে কোনো পরিবর্তন আনেনি।
চেন্নাই সুপার কিংস একাদশ
ঋতুরাজ গায়কোয়াদ (অধিনায়ক), রাচীন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে ও মুস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট সাবঃ মাথিশা পাথিরানা।
গুজরাট টাইটান্স একাদশ
শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, আজমতউল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেভাটিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, মোহিত শর্মা ও স্পেন্সার জনসন।
Discussion about this post