নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে আজ (শুক্রবার) থেকে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ইতোমধ্যে ম্যাচের টস হয়েছে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।
এর আগের দুই ম্যাচে একটি করে জিতেছে চট্টগ্রাম-বরিশাল। হার দিয়ে শুরু করে দুই দলই ঘুরে দাঁড়িয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। এবার আফিফ-সাকিবদের এগিয়ে যাওয়ার পালা।
ফরচুন বরিশাল একাদশ: চতুরঙ্গ ডি সিলভা, এনামুল হক, ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম, খালেদ আহমেদ ও সানজামুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: উসমান খান, ম্যাক্স ওডাউড, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, শুভাগত হোম (অধিনায়ক), উনমুক্ত চাঁদ, বিজয়কান্ত বিয়াস্কান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু জায়েদ, তাইজুল ইসলাম ও জিয়াউর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post