প্রতিমা রাণী সাহা: বাংলাদেশ জাতীয় দলের সামনে এখন চ্যাম্পিয়নস ট্রফির ব্যস্ততা। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের পর্দা উঠবে চলতি মাসেই। হাইব্রিড মডেলে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান ও আরব আমিরাত। ৮ দলের এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড।
দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ইন্ডিয়া ম্যাচ দিয়ে আইসিসি ট্রফির অভিযান শুরু করবে বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে ২২ গজের ময়দানী যুদ্ধে মাঠে নামবেন লাল-সবুজরা। বিশ^কাপমঞ্চে বাংলাদেশের তেমন বড় কোন সাফল্য নেই। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের ‘অর্জন’ রয়েছে। আইসিসির বৈশ্বিক এই আসরের সেমিফাইনাল খেলেছেন টাইগাররা। সবশেষ ২০১৭ আসরে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছিলেন তারা।
কার্ডিফে ১৬ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৫ রান করেছিল। ২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানের মধ্যে প্রথম সারির চার ব্যাটসম্যান তামিম, সাব্বির, সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়েছিল টাইগাররা। সেখান থেকে ২২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন সাকিব (১১৪) ও মাহমুদউল্লাহ (১২০*)। দুজনেই শতকের স্বাদ পান। তবে সেমিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির উদাহরণ টেনে তিনি বলেন, ‘ চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের রেকর্ড কিন্তু ভালো। আমরা এর আগে সেমিফাইনাল খেলেছি। তার মানে এবারও যে পারব না তা না। আর যখন কোন টুর্নামেন্ট খেলতে যায় আমার মনে হয় মনের মধ্যে, বুকের মধ্যে ওই স্বপ্নটা (শিরোপা জেতা) নিয়েই যাওয়া উচিত।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য সেমিফাইনাল নিয়ে ভাবছেন না। তিনি মনে করেন, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। গ্রুপপর্বের তিন প্রতিপক্ষই শক্তিশালী জানিয়ে আশরাফুল বলেন, ‘ যে তিনটা টিম (ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড) আমাদের গ্রুপে আছে সবাই শক্তিশালী প্রতিপক্ষ। খেলোয়াড়, ম্যানেজম্যান্ট সবাই ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবে। দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই আমরা সেমিফাইনাল আশা করি, আমার মনে হয় ওই লক্ষ্যটা চিন্তা না করে আমাদের ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা উচিত।’
নিউজিল্যান্ডকে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে হারানোর প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘ আমরা কিন্তু প্রত্যেকটা টিমের সঙ্গে জিতেছি এমন না তাদের হারাইনি কখনো, বড় মঞ্চে হারিয়েছি। নিউজিল্যান্ডকে আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে হারিয়েছি, এগুলা আপনাকে আলাদা একটা আত্মবিশ^াস দিবে।’ ভালো ফল পেতে তিন বিভাগকেই ‘বেটার’ ক্রিকেট খেলতে হবে জানিয়ে আশরাফুল বলেন, ‘ ভালো করতে হলে তিনটা বিভাগেই আমাদের বেটার ক্রিকেট খেলতে হবে।’
প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন সেশন। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত ও ২৪, ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৩ ফেব্রুয়ারি উড়াল দেবেন নাজমুল হোসেন শান্তরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০