স্পোর্টস ডেস্কঃ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জেতার পর টাইব্রেকারে হেরে বাদ পড়েছে আল নাসর। গত রাতে আল আইনের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ৪-৩ গোলে জিতেছে। কিন্তু দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল গোলবন্যার। ২৮ থেকে ৪৫ মিনিট—১৭ মিনিট ব্যবধানে জোড়া গোল করে আল আইনকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের গোলে ব্যবধান কমান আল নাসর ফরোয়ার্ড আব্দুলরহমান ঘারিব। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ম্যাচের সমতা এসেছে। ৫২ মিনিটে আত্মঘাতী গোল করেন আল আইনের গোলরক্ষক খালেদ ইসা। ম্যাচে তখন ২-২ গোলে সমতা থাকলেও দুই লেগ মিলে আল আইন ৩-২ গোলে এগিয়ে।
এই সময়ে সমতায় ফিরতে মরিয়া আল নাসর এরপর হানা দেয় আল আইনের রক্ষণভাগে। প্রথমে আল আইন গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি আক্রমণে গোলের সুযোগ পান রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে তখন গোলরক্ষক ছাড়া কেউ ছিলেন না। তবে ৩ গজ দূর থেকে গোলের এমন সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রোনালদো। গ্যালারিতে থাকা আল নাসরের ভক্ত-সমর্থকদের তখন মাথায় হাত। ৭২ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন অ্যালেক্স তেলেস । ৯০ মিনিটে ম্যাচের ফল যখন দুই লেগ মিলে ৩-৩, তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
১০৩ মিনিটে আল আইনকে এগিয়ে নেন সুলতান আল শামসি। আল নাসরের হাত থেকে যখন ম্যাচ ফসকে যাওয়ার মতো অবস্থা, তখন ম্যাচে ফেরান রোনালদো। ১১৮ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। দুই লেগ মিলে ৪-৪ গোলে সমতা হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেসেখেলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আল আইন। আল নাসরের একমাত্র গোল টাইব্রেকার থেকে করেন রোনালদো। রোনালদোর সতীর্থ মারসেলো ব্রোজোভিচ, তেলেস, ওতাভিও গোলের চেষ্টা করলেও কাজে লাগাতে পারেননি।২০১৬ সালের পর প্রথমবার সেমি-ফাইনালে ওঠে আল আইন। সেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল কিংবা আল ইত্তিহাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post