নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর পুরো সদলবলে শ্রীলঙ্কা টাইমড আউট উদযাপন করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর উদযাপনের সময় শ্রীলঙ্কার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে গত ওয়ানডে বিশ্বকাপের আলোচিত একটি ঘটনা মনে করিয়ে দিয়েছেন।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের টাইমড আউট উদযাপন প্রসঙ্গে কী বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওরা (শ্রীলঙ্কা) এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটি বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে চিন্তিত না।’
এদিকে ব্যাটিংয়ে ব্যর্থতা প্রসঙ্গে শান্ত বলেন, ‘সব সময় কিন্তু এ রকম হয় না। আজকে দেখেন আগের ওভারে একটা উইকেট পড়েছে, পরের ওভারে তিনটা উইকেট পড়েছে। সাধারণত এতগুলো উইকেট পড়ে না। আজকে একটু বেশি উইকেট দিয়ে ফেলেছি। কিন্তু আমার মনে হয়, প্রত্যেক ব্যাটার ভালো প্রস্তুতি নিয়ে আসে ওই বোলারের বিপক্ষে। ওই একটা ওভারে পরিকল্পনা করারও কোনো সুযোগ ছিল না। টানা ৩ বলে ৩ উইকেটে পড়ে গেছে। মনে হয় না যে ভবিষ্যতে এ রকম কিছু ঘটবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post