স্পোর্টস ডেস্ক:: টাকার অভাবে বাংলাদেশ জাতীয় নারী দলকে মিয়ানমারে অলিম্পিকের বাছাইয়ে পাঠাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এনিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বাফুফে কর্মকর্তারা জানিয়েছেন, তারা সরকারের কাছে টাকা চেয়ে ছিলেন। তবে পাননি।
বাফুফে সভাপতি কাজ সালাউদ্দিন একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এতোদিন ভিক্ষা করে ফুটবল চালিয়েছেন। এখন ভিক্ষার দরজাও বন্ধ হয়ে গেছে। মিয়ানমারে দল পাঠাতে হলে বাফুফের খরচ পড়বে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মতো। দেশের ফুটবল ফেডারেশনের কাছে এতো টাকা নেই।
দল পাঠানোর জন্য বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো। তবে মিলেনি টাকা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের জানিয়েছেন, বাফুফে যে সময়ে টাকা চেয়েছে, এই সময়ের মধ্যে সরকারের কোষাগার থেকে টাকা দেওয়া সম্ভব নয়। শেষ মূহুর্তে বাফুফে টাকার জন্য চিঠি দিয়েছিলো। সরকারি টাকা বরাদ্ধ আসতে আসতে টুর্নামেন্টের সময়ই চলে যাবে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাছে সাহায্য চেয়েছিলো ফেডারেশন। তবে বিওএ’র কর্মকর্তারা জানিয়েছেন, এতো টাকা তাদের কাছে নেই। অলিম্পিকের বাছাইয়ে দল পাঠানোতে ক্ষতিগ্রস্ত হবে মেয়েরা। কারণ তুলনা মূলক শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হাতছাড়া হচ্ছে সাবিনাদের। বাছাইয়ে বাংলাদেশ গ্রুপে পড়েছিলো ইরান, মালদ্বীপ ও মিয়ানমার।
দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এত দিন সবার কাছে ভিক্ষা চেয়েছি। এখন ভিক্ষার দরজাও বন্ধ হয়ে গেছে।’
দেশের ফুটবরে সাফল্য বলতে মেয়েদেরই। সাফ জিতেছে নারী দল। বয়স ভিত্তিক নারীদের ফুটবলেও আসছে নিয়মিত সাফল্য। অথচ বাফুফে অঢেল টাকা ব্যয় করছে জামাল ভুঁইয়াদের পেছনে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে ১৯৯ নম্বরে থাকা সিশেলসের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলতে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প করেছে সৌদী আরবে। সেখানে হয়েছে প্রেকটিস ম্যাচও।
তবুও দুর্বল আর অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া সিশেলসের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানে। প্রথম ম্যাচ কোনো মতে জিতেছিলো বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ জিতেছে সিশেলস। জামাল ভুঁইয়াদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করলেও সাফল্য পাওয়া মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পাঠাতে পারছে না ফেডারেশন।
আগামি ৩ এপ্রিল থেকে মিয়ানমারে শুরু হবে অলিম্পিক গেমসের ফুটবল। সেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের খেলার কথা ছিলো ইরান, মালদ্বীয় ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। কিন্তুু বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, টাকার অভাবে মেয়েদের পাঠাবে না বাফুফে।
সাবিনারা এই খবর শোনার পর হতাশ হয়ে পড়েছেন। ক্ষুব্ধ মেয়েরা। সাফল্য পাওয়া, দেশকে শিরোপা এনে দেওয়া দলকেই বাফুফে পাঠাচ্ছে না টাকার অভাব দেখিয়ে। অথচ সাফ জেতার পর এই মেয়েরা ছাদখোলা বাসে ঐতিহাসিক সংবর্ধনা পেয়েছেন।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় মিয়ানমার দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই বাছাইয়ে অংশগ্রহণের জন্য যাবতীয় খরচ বহন করতে হবে অংশগ্রহণকারী দেশকে। দল পাঠাতে যে পরিমাণ খরচ হবে, তা বহন করার মতো অবস্থা নেই বাফুফের। তাই আমরা জাতীয় নারী ফুটবল দলকে মিয়ানমার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post