স্পোর্টস ডেস্ক:: লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের আরো উপরে তুলে নিলো বেলিংহাম, লুকা মদ্রিচদের রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সাথে রিয়ালের ব্যবধান ১১।
মায়ার্কার বিপক্ষে জেতার জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে বেলিংহাম, জোসেলুদের। টেবিল তলানির দল রীতিমতো ঘাম ঝড়িয়েছে টেবিল টপারদের।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলেরই দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করেও গোল শুন্য থাকতে হয়েছে। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যেতে হয় কার্লো আনচেলত্তির দলকে।
দ্বিতীয়াধে জয় সূচক একমাত্র গোলটি পায় রিয়াল। সেটিও ভাগ্যের জোরে। ম্যাচের ৪৮তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির শট মায়োর্কার এক ফুটবলারের গায়ে লাগে। সেটি ঠেকানোর আর কোনো উপায় ছিলো না। বল জড়ায় জালে। তাতেই ১-০ এগিয়ে যায় বার্সা।
অনেকটা ভাগ্যের জোরে পাওয়া ওই এক গোল নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে মাদ্রিদকে। মায়াের্কার জালে ম্যাচের বাকী সময় আর বল পাঠাতে পারেননি লুকা মদ্রিচরা। নিজেরাও গোলটি শোধ দিতে পারেনি মায়োর্কা। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
৩১ ম্যাচে ২৪ জয়ে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার মাদ্রিদরা। এক ম্যাচ কম খেলে ২০ জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে রিয়ালের পেছনে ছুঁটছে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post