স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে টানা তিন দিন বৃষ্টিতে হলো না আইএল টি-টোয়েন্টির ম্যাচ। দুবাইতে গালফ জায়ান্টস ও এমআই এমিরেটসের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। এই নিয়ে টানা দুটি ম্যাচে গালফ পয়েন্ট ভাগাভাগি করলো।
গেল ২৫ জানুয়ারি আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে গালফের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। পরের দিন শারজায় দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্সের ম্যাচটিও নিস্ফলা ছিল। ৫ ওভার খেলা হয় মাত্র, যাতে দুবাই ৪ উইকেটে ১৭ রান করে।
এবার টানা তৃতীয় দিন হলো না খেলা। একটি বলও তো দূরের কথা, টসই হয়নি।
তবে গালফ এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। এমআই এমিরেটস এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে তিনে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেজার্ট ভাইপার্স। চার নম্বরে থাকা শারজা ৬ ম্যাচে পেয়েছে ৫ পয়েন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post