নিজস্ব প্রতিবেদক:: তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের ব্যাটে ছুঁটছে সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ম্যাচে তুলে নিয়েছেন ফিফটি। হয়েছেন ম্যাচ সেরাও। ঢাকা, কুমিল্লা ও বরিশালের বিপক্ষে ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন এই তরুণ।
নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। বিপিএলের নবম আসরে সর্বোচ্চ রানের ‘রেকর্ড’ গড়েছে স্ট্রাইকার্সরা। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে এই তরুণের হাতেই। নাসির হোসেনের দলকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে স্ট্রাইকার্সরা।
ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে হাসপাতালে যাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার নিজে নিতে পারেননি। অধিনায়ক মাশরাফী হৃদয়ের পক্ষে নিয়েছেন পুরস্কার। বিপিএলের শুরুতেই দুর্দান্ত ফর্মে থাকা তৌহিদ হৃদয় এদিন খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলে টানা তিন ম্যাচেই ফিফটি তুলে নেন। পাঁচটি করে চার ও ছক্কায় ৪৬ বলের ইনিংসটি সাজান তিনি।
ঢাকা ডোমিনটর্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে চোট পান সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। তাকে হাসপাতালে নেওয়া হয়। সিলেটের দেওয়া ২০১ রানের জবাবে ব্যাট করছিলো ঢাকা। ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে রাজার হৃদয় চোট পান আঙুলে। স্ট্রাইকে তখন ঢাকার অধিনায়ক নাসির হোসেন ছিলেন।
পয়েন্টে ফিল্ডিং করা হৃদয় আঙুলে চোট পান। সাথে সাথে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। বিপিএলের নবম আসরে দুর্দান্ত খেলছে সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নেমেছে দলটি। আগে ব্যাট করা স্ট্রাইকার্সরা এই ব্যাটারের নান্দনিক ইনিংসের ৮৪ রানের সুবাদে ২০১ রান তুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00
Discussion about this post