স্পোর্টস ডেস্ক:: লঙ্কান লিগে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা স্ট্রাইকার্সের পিছু ছাড়ছে না হার। টানা তিন হারে ক্রমেই ছিটকে পড়ছে দলটি। জাফনা কিংস ৩০ রানের ব্যবধানে হারিয়েছে ডাম্বুলা স্ট্রাইকার্সকে।
আগে ব্যাট করা জাফনা কিংস পাথুম নিশঙ্কা আর অভিষেক ফার্নান্দোর ব্যাটে ২১৮ রান তুলে। বড় লক্ষ্যে খেলতে নামা ডাম্বুলা শেষ পর্যন্ত থেমেছে ১৮৮ রানে।
ডাম্বুলার মাঠে টস হেরে ব্যাট করতে নামা জাফনা কিংস পাথুম নিশাঙ্কা ও অভিষেক ফার্নান্দোর ব্যাটে চড়ে ৫ উইকেটে ২১৮ রানের বিশাল পূঁজি গড়ে। চার ছক্কার বৃষ্টিতে ৫৩ বলে ৮৮ রানের ঝলমলে ইনিংস খেলেন ওপেনার নিশাঙ্কা। নয় চার ও ছয় চারে সাজান নিজের ইনিংসটি। পাঁচ ছক্কা ও তিন চারে ৩০ বলে ৫৭ রান করেন অভিষেক ফার্নান্দো। এছাড়া ১৯রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।
ডাম্বুলার হয়ে মুস্তাফিজ সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
২১৯ রানের বড় লক্ষ্যে খেলতে নামা ডাম্বুলা রেজা হ্যানড্রিকসের ৮০ রানের ঝড়ো ইনিংসের পরও থেমে যায় ৮ উইকেটে ১৮৮ রানে। ৫০ বলের ইনিংসে তিনি নয়টি চার ও্ তিনটি ছক্কা হাঁকিয়েছেন। পাঁচ চারে ১৭ বলে দ্বিতীয় সর্বাচ্চ ৩০ রান করেছেন মার্ক চ্যাম্পম্যান।২০ রানে অপরাজিত থেকেছেন চামিন্দু।
জাফনার হয়ে প্রমোদ, অসিথা ও শামসি ২টি করে উইকট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post