স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে আসর শুরু করে কিউইরা। আজ ডাচদের তারা হারিয়েছে ৯৯ রানের ব্যবধানে। আগামী ১৩ অক্টোবর এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলবে তাসমান সাগর পাড়ের দেশটি। এদিকে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আগামীকাল।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে কিউইদের দেয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের স্পিন ঘূর্ণিতে ২২৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৫৯ রান খরচায় আসরের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট তুলে নিয়েছেন স্যান্টনার। এর আগে ওপেনিংয়ে ৬৭ রান তুলে ফেলে লাথামের দল। এরপর ফিরে যান ডেভন কনওয়ে (৩২)। উইল ইয়ং ও রাচিন রাবীন্দ্র দলকে এগিয়ে নেন। তারা ৭৭ রানের জুটি গড়েন। এরপর ফিরে যাওয়া ইয়াং ৮০ বলে সাত চার ও দুই ছক্কায় ৭০ রান করেন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন এই ম্যাচে ফিফটি করেই সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৫১ রানের ইনিংস। এছাড়া ডার্লি মিশেল ৪৮, টম ল্যাথাম ৫৭ ও মিশেল সাটনার ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তোলে নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই কিউই বোলারদের তোপে পড়ে ডাচ ব্যাটাররা। ২০ বলে ১২ রান করে হেনরির বলে বোল্ড হন বিক্রমজিত সিং। আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ ৩১ বলে ১৬ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। দলীয় ৬৭ রানে রাচিনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন বাস ডি লিডি। ২৫ বলে তিনি করেন ১৮ রান।
সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কলিন অ্যাকারম্যান। এই অভিজ্ঞ ব্যাটার থেমেছেন ৭৩ বলে ৬৯ রান করে। তার ফেরারা পর খানিকটা সম্ভাবনা জাগিয়েছিলেন স্কট এডওয়ার্ডস। তবে অধিনায়ক ২৭ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ২২৩ রানে থেমেছে ডাচরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post