স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল টানা পাঁচ জয়ে ইউরো বাছাইয়ে টেবিলের শীর্ষে উঠেছে। স্লোভাকিয়াকে সিআর সেভেনের দল হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।
আগামি ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছে পর্তুগাল। একের পর এক জয় তুলে নিচ্ছে দলটি। শুক্রবার রাতের ম্যাচে দুই দল সমানে সমান লড়াই করেছে।
পর্তুগাল একাদশে শুরু থেকেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে খুব একটা আলো ছড়াতে পারেননি। গোলহীন থেকে পর্তুগিজ সুপার স্টার। ব্রুনো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষের দলটি।
দুই দলের ম্যাচটির প্রথমার্ধের শুরুতে গোলের দেখা পায়নি কেউ। একাধিক আক্রমণ করেছে দুই দলই। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না কেউই। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেজের গোলে প্রতিপক্ষের জালের দেখা পায় পর্তুগাল। ৪৩তম মিনিটে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় দলটি।
বিরতির পর স্লোভাকিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। একাধিক আক্রমণ করেও পর্তুগালের জালের দেখা পায়নি। ক্রিস্টিয়ানো রোনালদোরাও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেননি। ব্রুনো ফার্নান্দেজের প্রথমার্ধের করা গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
ইউরো বাছাইয়ে পাঁচ ম্যাচে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পর্তুগাল। হেরে যাওয়া স্লোভাকিয়া পাঁচ ম্যাচের তিনটি জিতেছে। এক ড্র’য়ের সঙ্গে এক হারে তাদের পয়েন্ট ১০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post