নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেসে-খেলে জিতল রংপুর রাইডার্স। আসরে এটি টানা ষষ্ঠ জয় নুরুল হাসান সোহানদের। টানা জয় তুলে নেয়ার সঙ্গে শীর্ষ ২’এ উঠে এলো রংপুর। বুধবার চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে তারা।
মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি চট্টগ্রামের দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড ও মেহেদি মারুফ। ৮ বলে ১৫ রান করে আফিফ হোসেন ফিরে যান। তৌফিক খান তুষার ২৬ বলে ২৮ রান করেন। ২৫ বলে ৩৩ রানে বিদায় নেন জিয়াউর রহমান। এরপর শেষের দিকে ব্যাটারদের চেষ্টায় ১৩২ রানে থামে দলটির ইনিংস। ২টি করে উইকেট নেন রাকিবুল ও হারিস রউফ।
জবাব দিতে নেমে টপঅর্ডারের সবাই ভালো করায় জয় পেতে একদমই কষ্ট হয়নি রংপুরের। ওপেনার নাইম শেখ ১২ বলে ২০, রনি তালুকদার ২৭ বলে ২৮, রহমানুল্লাহ গুরবাজ করেন ৩০ বলে ৪৬ রান করেন। এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ১৩ বলে ১৫ আর টম কোহলার ক্যাডমোর ১৫ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়েই মাঠ ছেড়েছেন।
Discussion about this post