স্পোর্টস ডেস্কঃ জুনের ফিফা উইন্ডোতে জয় দেখা হলো না জার্মানির। গত রাতে তারা হেরেছে কলম্বিয়ার বিপক্ষে। ঘরের মাঠে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ২-০ গোলে হার দেখেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে তারা প্রীতি ম্যাচে হারে পোল্যান্ডের বিপক্ষে।
চলতি ফিফা উইন্ডোতে জার্মানরা প্রথম ম্যাচ খেলে ইউক্রেনের বিপক্ষে। ম্যাচটি ছিল দেশটির পুরুষ জাতীয় দলের হাজারতম আন্তর্জাতিক ম্যাচ। আর এই ম্যাচ থেকে পাওয়া অর্থ রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্থ ইউক্রেনকে সাহায্য করত জার্মানি। এমন ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
চলতি মাসের আগের জার্মানী আন্তর্জাতিক ম্যাচ খেলে গত মার্চে। পেরুর বিপক্ষে ২-০ গোলে প্রথম ম্যাচ জেতার পর বেলজিয়ামের কাছে তারা হেরেছিল ৩-২ গোলে। সেই ম্যাচ থেকে হ্যানসি ফ্লিক শিষ্যদের দুর্দিন শেষ হচ্ছে না। টানা চার হার দেখেছে ২০১৪ বিশ্বকাপজয়ীরা।
গত রাতে শালকের মাঠে কলম্বিয়ার হয়ে একটি করে গোল পেয়েছেন লিভারপুলের লুইস দিয়াজ ও জুভেন্টাসের হুয়ান কুয়াদ্রাদো। ভেলটিন্স অ্যারেনায় শুধু বল দখলে এগিয়েছিল জার্মানি। বাকি সবকিছুতে আধিপত্য বিস্তার করেছে জার্মানদের ঢেরায় আতিথ্য নিতে আসা লাতিন দেশটি।
দুদলের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। বিরতি থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই জালের দেখা যায় কলম্বিয়া। কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে লিডসূচক গোলটি করেন দিয়াজ। তাদের অন্য গোলটি আসে ম্যাচের ৮২ মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন কুয়াদ্রাদো।
কলম্বিয়ার কাছে হারের পর জার্মান কোচ ফ্লিক বললেন, কিছু পরীক্ষা-নিরীক্ষায় প্রত্যাশিত ফল মেলেনি এ ম্যাচে। ফ্লিক বলেন, ‘অবশ্যই আমি ভীষণ হতাশ যে, আমরা যা করতে চেয়েছিলাম, তা করে দেখাতে পারিনি। কিছু কিছু ব্যাপার আমরা করার চেষ্টা করেছি, কিন্তু তা উল্টো ফল দিয়েছে। কী আর বলতে পারি? এই মুহূর্তে কিছু বলার মতো যুক্তি আমাদের নেই। আমাদের বিশ্লেষণ করতে হবে, ভুল থেকে শিখতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post