স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বোর্ডের কড়া জেরার মুখে পড়েছেন অধিনাযক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর। তাদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারও ছিলেন বোর্ড কর্তাদের জেরার মুখে।
যে কোনো সিরিজ শেষে বোর্ডের শীর্ষ কর্তারা কোচ-অধিনায়কের সঙ্গে বসেন। সিরিজ হারলে সেটিই বসা হয়ে যায় ‘কঠিন’। ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার কারণে সেই ‘কঠিন’ জেরার মুখে পড়তে হয় ভারতের কোচ ও অধিনায়ককে। রুদ্ধদ্বার বৈঠক এতোটাই গুরুত্বপূর্ণ ছিলো যেন, বোর্ড কর্তাদের জেরার মুখে টানা ছয় ঘন্টা সময় কাটাতে হয়েছে রোহত শর্মা ও গৌতম গম্ভীরকে।
একটার পর এক প্রশ্নের জবাব দিতে হয়েছে তাদেরকে। হারের ব্যাখা দিতে হয়েছে। এমনকি সিরিজ জুড়ে চলা কোচ ও অধিনায়কের কয়েকটি সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে এর স্ব-পক্ষে ব্যাখা। বোর্ডের কর্তাদের সামনে রীতিমতো আসামীর কাঠগড়ায় ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ দলের হার নিয়ে ভীষণ খেপেছেন। কোচ-অধিনায়ককে জিজ্ঞাসাবাদে টানা ছয়ঘন্টা সময় দিয়েছেন তারাও। সিরিজের খুঁটিনাটি সব বিষয়ই জানতে চেয়েছেন বোর্ডের শীর্ষ এই দুই কর্তা। পুরো ছয় ঘন্টা রীতিমতো মানষিক নির্যাতনে ছিলেন রোহিত-গম্ভীর।
বৈঠকে কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ের ধরণও প্রশ্নবিদ্ধ হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে। প্রত্যেকটি সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চেয়েছেন বোর্ডের শীর্ষ কর্তারা। কোনো কিছুই বাদ যায়নি তাদের বৈঠক থেকে।
ঘরের মাঠে কেন বেশি টার্ন করা উইকেট বানানো হয়েছে, কি কারণে জাসপ্রীত বুমরাহকে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিলো তারও জবাব দিতে হয়েছে কোচ-অধিনায়ককে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। সূত্রটি বলেন, ‘বুমরাকে সতর্কতাস্বরূপ বিশ্রাম দেওয়া হলেও এ নিয়ে আলোচনা হয়েছে। র্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এ সব নিয়ে আলোচনা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০