স্পোর্টস ডেস্ক:: সানরাইজ হায়দ্রাবাদের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবুও শেষ ম্যাচে জ্বলে উঠলো দলটি। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য টিকে থাকার ম্যাচেই করলো ২০০ রান। মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে শেষ সময়ে ঝলক দেখলো হায়দ্রাবাদের সমর্থকেরা।
আইপিএলের শেষ চারের লড়াইও প্রায় শেষের দিকে। তিনটি নিশ্চিত হয়ে গেছে। শেষ দলটির জন্য লড়াই চলছে। মুম্বাই ইন্ডিয়ান্সেরও সুযোগ আছে। তবে তার আগে পয়েন্ট টেবিলের শেষ দল হায়দ্রাবাদকে হারাতে হবে তাদেরকে। একই সঙ্গে রাতের ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারতে হবে। তবেই মুম্বাই খেলতে পারবে প্লে-অফে।
আশা টিকিয়ে রাখার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে করতে হবে ২০১ রান। আগে ব্যাট করা হায়দ্রাবাদ মায়াঙ্ক আগারওয়াল ও বিবর্তন শর্মার ব্যাটে থেমেছে ২০০ রানে।
টস হেরে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ দুই ওপেনারের ব্যাটেই পায় বড় রানের পূঁজি। উদ্বোধনী জুটিতেই আগারওয়াল ও শর্মা তুলে নেন ১৪০ রান। ১৪তম ওভারের পঞ্চম বলে শর্মার বিদায়ে ভাঙে তাদের জুটি। নয় চার ও দুই ছক্কায় ৪৭ বলে ৬৯ রান করেন এই ওপেনার। আরেক ওপেনার আগারওয়ার থামেন ৮৩ রানে। ৪৬ বলের ইনিংসে আট চার ও চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ১৮ রান করেছেন হেনরিকস কালাসেন। ১৩ রান এসেছে অধিনায়ক এইডেন মার্করামের ব্যাট থেকে। তাতেই ৫ উইকেটে ২০০ রান তুলেছে দলটি।
মুম্বাইয়ের হয়ে আকাশ ৪টি উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post