স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হচ্ছেন মিচেল মার্শ। এমনটাই জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিন সংস্করণেই দুর্দান্ত ফর্মে আছেন মার্শ। সর্বশেষ নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৮০ রানের ইনিংস খেলেছিলেন।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে মার্শের পারফরম্যান্সও দুর্দান্ত। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন ৮টি। ৬৯.২০ গড়ে রান করেছেন ৩৪৬, স্ট্রাইক রেট—১৭০.৪৪। এদিকে মার্শকে অধিনায়ক করা প্রসঙ্গে অজি হেড কোচ বলেন, ‘সবাই মিচকেই (মিচেল মার্শ) অধিনায়ক হিসেবে চাচ্ছেন। আমাদের স্রেফ কয়েকটা বিষয়ে উন্নতি করতে হবে। ও যেভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে আমরা আশাবাদী। বিশ্বকাপে ও-ই আমাদের অধিনায়ক।’
নিউজিল্যান্ড সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা ও দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন মার্শ। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া মার্শের নেতৃত্বে উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ২-১ জয় পায়। গতমাসে নিউজিল্যান্ডে গিয়ে কিউইদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবায় অজিরা, সেটিও মার্শের নেতৃত্বে। ৫৪ টি-টোয়েন্টি ম্যাচে মার্শ ২২.৭৬ গড়ে করেছেন ১৪৩২ রান, পেয়েছেন ৯টি অর্ধশতকের দেখা। এছাড়াও বল হাতে ১৭ উইকেট পেয়েছেন তিনি।
আসন্ন উইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া গ্রুপ-বি’তে রয়েছে। অজিদের গ্রুপ পর্বে প্রতিপক্ষ ওমান, ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড। ৬ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post