স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হবে জুনে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ যৌথ ভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের থিম সং রেকর্ডও হয়ে গেছে।
আইসিসির অফিসিয়াল থিম সং গেয়েছেন দুই সুপারস্টার শন পল ও কেস। সকা সুপার স্টার কেসের সঙ্গে থিম সিং কণ্ট দিয়েছেন গ্র্যামি পুরস্কার জেতা শন পল। তাদের সঙ্গে আছেন আরো এক ঝাঁক সুপার স্টার।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থিম সিং প্রকাশ করবে। এরই মধ্যে সব প্রস্তুুতি প্রায় শেষ। জানা গেছে, বিশ্বকাপের থিম সংয়ে আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান সঙ্গীতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শন পল বলেছেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির প্রধান অংশ। তাই, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের বড় ভক্ত। ক্যারিবিয়ান কিছু নাচের সঙ্গে তাদের সংস্কৃতির চমৎকার মেলবন্ধন হবে এই গানে। গানটি মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বের সংযোগ স্থাপনের জন্য আদর্শ হয়ে থাকবে।’
কিস ডাইফেনথালার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কেস দ্য ব্যান্ডের প্রধান গায়ক। বিশ্বকাপের থিম সং গেয়ে উচ্ছ্বসিত কেস বলেন, ‘আমাদের সবার লক্ষ্য বিশ্বকে একত্রিত করা। তাই, ক্রিকেটকে আমরা গানের সুরে সুর বেঁধেছি, যা খুবই শক্তিশালী এক মাধ্যম। শন পল এবং ত্যানো অসাধারণ সৃষ্টি করেছেন। আশা করছি, বিশ্বব্যাপী সবাই এই গানটি গাইবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সকলের মুখে এই গানটি শোনার জন্য আমার তর সইছে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post