স্পোর্টস ডেস্ক:: বিপিএল ‘বিতর্ক’ শেষ হতে না হতেই আইসিসি থেকে দুঃসংবাদ এলো বাংলাদেশের ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপে ফিক্সিং করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞায় পড়লেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলী আক্তার। মাত্রই শেষ হওয়া বিপিএলে ফিক্সিং সন্দেহ নিয়ে নানা কথা হচ্ছে। তদন্ত হচ্ছে। আলোচনায় থাকা দেশের ক্রিকেট পেলো এবার বড় লজ্জার এই সংবাদ।
বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলী আক্তার ২০২৩ টি-২০ বিশ্বকাপে খেলেছেন। টাইগ্রেস এই ক্রিকটার বিশ্বকাপের মতো আসরে ফিক্সিং কাণ্ডে জড়িয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন সোহেলী। তাই জুটিছে পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তি।
মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামি পাঁচ বছর সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন সোহেলী আক্তার। টি-২০ বিশ্বকাপে তিনি ম্যাচ ফিক্সিং করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও এখনো এই বিষয়ে কোনাে বিবৃতি দেয়নি।
নিষিদ্ধ হওয়া সোহেলী আক্তারও কোনো মন্তব্য করেননি গণমাধ্যমে। বেশ কিছু দিন থেকে তিনি দলেও নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০