স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলকে এখন টেস্টেও গোণায় ধরতে হবে, এমন বলে ভারতকে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার, কিংবদন্তী সুনীল গাভাস্কার। সৌরভ গাঙ্গুলী যেখানে ভারতকে এগিয়ে রেখেছেন, গাভাস্কার সেখানে বাংলাদেশকে বেশ সমীহ করছেন।
সাবেক এই ক্রিকেটার দেশটির একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। পাকিস্তানে তাদের মাটিতে হারিয়ে এসেছে। এখন টাইগারদের গোণায় ধরতে হবে। হালকাভাবে দেখার কিছু নেই।
যদিও সাদা পোশাকে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভাল নয়। আগের ১৩ টেস্টের ১১টিতেই হার। বৃষ্টির কল্যাণে দু’টিতে কেবল আছে ‘ড্র’। এমন পরিসংখ্যানে গাঙ্গুলী ভারতেক এগিয়ে রাখলেও বাংলাদেশকে নিয়ে নিজ দেশকে সতর্ক করেছেন ব্যাটিং ‘কিংবদন্তী’ গাভাস্কার।
মিড-ডে পত্রিকায় এক কলামে কিংবদন্তি এই ব্যাটসম্যান লিখেছেন, ‘পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতো শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল। এখন পাকিস্তানকে সিরিজে হারানোর পর তারা ভারতের বিপক্ষেও লড়তে প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০