নিজস্ব প্রতিবেদকঃ ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটন দাসের। রানের খরায় ভুগছেন এই ডানহাতি ক্রিকেটার। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। এরপর টেস্ট দলে ফিরলেও, রান পাননি প্রথম ম্যাচে। সবচেয়ে বেশি সমালোচনা চলছে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় যে দৃষ্টিকটু শটে লিটন দাস উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেটা নিয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও কথা বলেছেন লিটন দাসকে নিয়ে। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, লিটন দাসের এখন বিরতি দরকার। ওয়ানডের পর টেস্টেও তাকে খেলানো উচিত হয়নি।
পাপন বলেন, ‘বিশ্বকাপ থেকেই ওকে (লিটন দাস) দেখছি। মনে হচ্ছে, এখানে কিছু সমস্যা হচ্ছে। এজন্যই তাকে কিন্তু ওয়ানডে থেকেও ড্রপ করেছি। আমাকে যদি বলেন, টেস্টকে লিটনকে না খেলালেই ভালো হতো।’
Discussion about this post