স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছিলেন কাইল জেমিসন। তবে মাঠে নামার আগেই ছিটকে গেলেন এই পেসার। ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে ছিলেন তিনি। কিন্তু আবারো চোটটা ফিরে এসেছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দল থেকে ছিটকে গেলেন ২৮ বছর বয়সী পেসার।
আরেক পেসার ম্যাট হেনরি বে ওভালে প্রথম টেস্ট খেলতে পারবেন না। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় তিনি। তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনকে। আগামী ১৬-২০ ফেব্রুয়ারী বে ওভালে গোলাপী বলের দিবা-রাত্রির টেস্ট দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ। এরপর ওয়েলিংটনে হবে দ্বিতীয় টেস্ট।
ডাফি নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরে দলের সঙ্গে গিয়েছিলেন। তবে এখনো টেস্ট ক্যাপ পাননি। সম্প্রতি ২২ উইকেট নিয়ে প্লাঙ্কেট শিল্ডের দ্বিতীয় সেরা বোলার তিনি। অন্যদিকে কুগেলেইন ৩২.৫২ গড়ে ২৭৪ প্রথম শ্রেণির উইকেট নেন।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post