স্পোর্টস ডেস্কঃ শুক্রবার ভোর ৪টায় হ্যাগলি ওভালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে বেন সিয়ার্সের। উইল ও’রোরকের বদলে সুযোগ পাচ্ছেন তিনি। রোরকে ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। ওয়েলিংটনে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে সিয়ার্সকে সুযোগ দেওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘তার বলে গতি রয়েছে। গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তাকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে দেখেছিলাম, টেস্টে সে কী করতে পারে সেটা দেখার জন্য রোমাঞ্চিত। সে দীর্ঘদেহী। গতি আছে, তার মধ্যে ভালো করার রসদ আছে।’
নিউজিল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন সিয়ার্স। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে তার উইকেট ৫৮টি। এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল ওয়েলিংটন পেসার সিয়ার্সের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিজাত ক্রিকেটে পা পড়ছে তার। এদিকে অজিদের বিপক্ষে ওয়েলিংটনে ১৭২ রানে হেরেছে সাউদির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post