স্পোর্টস ডেস্ক:: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য রেকর্ড গড়েছেন ইংলিশ তারকা জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ক্রিকেটার হিসেবে জো রুট পাঁচ হাজার রান করেছেন। মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে পাঁচ হাজারি ক্লাবে পৌঁছেছেন তিনি। শতকের পথে এগুচ্ছেন।
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের দ্বিতীয় দিনে এ মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জো রুটের ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনে ৩ হাজার ৯০৪ রান করেছেন। জো রুটের চেয়ে পিছিয়ে আছেন প্রায় ১ হাজার রানে।রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। ৩ হাজার ৪৮৪ রান করেছেন তিনি।
মুলতান টেস্ট শুরুর আগে ৫হাজার রান স্পর্শ করতে জো রুটের প্রয়োজন ছিলো ২৭ রান। মঙ্গলবার ডানহাতি ইংলিশ ব্যাটার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন ৫৪ বলে ৩২ রানে অপরাজিত থেকে পাঁচ হাজারি ক্লাবে পৌঁছে। তবে বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অপরাজিত আছেন। ব্যাট করছেন ৭২ রানে।
ম্যাচ খেলায়ও রেকর্ড গড়েছেন জো রুট। ২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৯ ম্যাচ খেলেছেন রুট।মুলতানে আরও একটি দুর্দান্ত মাইলফলক স্পর্শের সম্ভাবনা তৈরি করেছেন রুট। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যালিস্টার কুককে ছাড়িয়ে যেতে পারেন তিনি। টেস্টে ১২ হাজার ৪৭২ রানের রেকর্ড আছে কুকের। আর মুলতান টেস্টে নামার আগে রুটে রান ছিল ১২ হাজার ৪০২ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ৭১ রান করতে পারলেই কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন রুট।
মুলতান টেস্টে পাকিস্তানের করা ৫৫৬ রানের জবাবে ব্যাট করছে ইংল্যান্ড। বেন ডকেট ও জো রুটদের ব্যাটে চড়ে ২ উইকেটে ২৩২ রান তুলেছে দলটি। এখনো ৩২৪ রানে পিছিয়ে আছে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০