নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তিনি। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাসকিনকে অনুশীলন করতে দেখা যায়নি।
তাসকিনের পরিবর্তে দলে ডাকা হয়েছে রেজাউর রহমান রাজাকে। এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুণ পেসারের। রাজা এর আগেও টেস্ট দলে ডাক পেয়েছেন। টি-টোয়েন্টিতেও দলে ডাকা হয়েছিল ডানহাতি এই বোলারকে। কিন্তু কোন ফরম্যাটে জাতীয় জার্সি পরা হয়নি এই ২৩ বছর বয়সী রাজার।
আয়ারল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন তাসকিন। জিতেছিলেন টি-টোয়েন্টিতে প্রথমবার সিরিজ সেরার পুরষ্কার। প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি ১৬ রান দিয়ে। পরের ম্যাচে নেন ৩ উইকেট। শেষ ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে প্রাপ্তি ১ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে তার শিকার ৮ উইকেট। তবে একমাত্র টেস্টে এই ইনফর্ম পেসারকে পাচ্ছে না বাংলাদেশ।
আগামীকাল (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি। এর আগে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। আর টি-টোয়েন্টি সিরিজ সাকিব আল হাসানের দল জিতেছিল ২-১ ব্যবধানে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post