স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর লাল বলের ক্রিকেটে ফেরা এই ডানহাতি পেসার ইনিংসের প্রথম ওভারের ফেরালেন পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিককে। দারুণ এক ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে ফেরেন শফিক। করতে পারেন নি কোনো রান।
ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। ক্রিজে নতুন ব্যাটসম্যান শান মাসুদ। আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাধবেন তিনি।
বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ- আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০