স্পোর্টস ডেস্ক:: ভারত টেস্টে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার অশ্বিনকে। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে অবস্থান করছে। এক দিন পরেই চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।
ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন এই সিরিজে একাধিক রেকর্ড করার জন্য অপেক্ষায় আছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বল হাতে তিনি একাধিক রেকর্ড করতে চাইবেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের শিকারে পরিণত করে নিজেকে সেরাদের সেরা একজন করতে চাইবেন অশ্বিন।
দুই ম্যাচের সিরিজে অশ্বিন নিজেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেটের রেকর্ড করতে চাইবেন। অস্ট্রেলিয়ান বোলার নাথান লায়ন ১৮৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন। ১৭৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে থাকা অশ্বিন চাইবেন তাকে ছাড়িয়ে যেতে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট শিকারির রেকর্ডটাও নিজের করে নিতে পারেন অশ্বিন। দুই ম্যাচের সিরিজের যে কোনো এক ইনিংসে পাঁচ উইকেট পেলে এখন পর্যন্ত যৌথ ভাবে নাথান লায়নের সঙ্গে দশবার করে পাঁচ উইকেট শিকারে শীর্ষে থাকা অশ্বিন ছাড়িয়ে যাবেন অজি বোলারকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বোলিংয়ে অজি বোলারদের জয়জয়কার। ২০২৪-২৫ চক্রে ৫১ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক জস হ্যাজেলড। ৪২ উইকেট নিয়ে ছয়ে থাকা অশ্বিন তাকেও ছাড়িয়ে যেতে চাইবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০