নিজস্ব প্রতিবেদকঃ আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন মুশফিকুর রহিম। গতকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র মতে, স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর আঙুলে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ লাগবে।
সিলেটে আগামী ২২ মার্চ শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৩০ মার্চ। ফলে শুধু প্রথম টেস্ট নয়, দ্বিতীয় টেস্টেও তার ফেরার সম্ভাবনা নেই। শিগগিরই মুশফিকের স্থলাভিষিক্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করবে বিসিবি। এদিকে তাঁর চোটের ব্যাপারে বিসিবি জানিয়েছেন, ‘আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গত সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পেয়েছেন তিনি।’
১ম টেস্টের জন্য বাংলাদেশের দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post