নিজস্ব প্রতিবেদকঃ দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দল। দুবাইয়ে টুর্নামেন্ট শেষ করে সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে জুনিয়র টাইগাররা। ট্রফি নিয়ে দেশে ফেরা যুবাদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা।
ইতিমধ্যেই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে গেছে পুরো দল। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা যুবাদের গন্তব্য এখন মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম। হোম অব ক্রিকেটে তাদেরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বিসিবি। এরপর রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে ডিনার করার কথাও রয়েছে।
রোববার অনূর্ধ-১৯ এশিয়া কাপের ফাইনালে একচেটিয়া আধিপত্যে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা। শুধুমাত্র চ্যাম্পিয়ন নয়, টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারই প্রথমবার এশিয়া কাপ জিতল বাংলাদেশের যুবারা।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে সেমি ফাইনালে উঠে শিবলি-রাব্বিরা। এরপর সেমি ফাইনালে টুর্নামেন্টের সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আর সেই ফাইনালে স্বাগতিক আমিরাতকে হারিয়ে মরুর বুকে নতুন ইতিহাস গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০১৯ সালের আসরে ফাইনাল খেললেও, শিরোপা জিততে পারেনি দল। সেই আক্ষেপ ঘুচলো এবার। ২০২০ সালে বিশ্বকাপের পর ২০২৩ সালে এশিয়া কাপ জিতলো জুনিয়র টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post