স্পোর্টস ডেস্কঃ এফএ কাপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। মৌসুমে ‘ডাবল’ শিরোপা জিতে এখন ‘ট্রেবল’ হতে এক পা দূরে পেপ গার্দিওয়ালার দল। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ জানিয়েছেন ‘ট্রেবল’ জিতে ইতিহাসের অংশ হতে হবে।
গার্দিওলা বলেন, ‘কাপ জয়ের অনুভূতি বিশেষ কিছু। এখন আমি প্রথমবারের বলতে পারি মতো আমি ট্রেবল জয়ের কথা। মাত্র আরেকটি ম্যাচ দূরে এটি। আমি ভাবতে শুরু করেছি, ইন্টারকে হারাতে আমাদের কী করত হবে। ছেলেদের সঙ্গে অনেকবার এটা নিয়ে কথা বলেছি যে, ইন্টারকে হারাতে যা যা করা দরকার, সেদিকে যেন মনোযোগ দেয়।’
এদিকে চলতি মৌসুমে সিটি প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে। এবার তারা এফএ কাপ জিতল। আগামী ১১ জুন রাতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে গার্দিওয়ালার ম্যানসিটি। ওই ফাইনাল জিতলেই ১৯৯৮-১৯৯৯ মৌসুমের পর প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে ট্রেবল জিতবে সিটিজেনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post