স্পোর্টস ডেস্কঃ আইসিসির ওয়ানডে সুপার লিগে এখন জমজমাট লড়াই চলছে। সেরা আটে জায়গা করতে মরিয়া দলগুলো। বেশ কিছু বড় দলের জায়গা নিশ্চিত হয়নি এখন পর্যন্ত। যেখানে আছে দক্ষিণ আফ্রিকার মতো দল।
বিশ্বকাপ নিশ্চিত করতে আরও দুই ম্যাচ সুযোগ পাচ্ছে প্রোটিয়ারা। সেই দুই ম্যাচ হলো নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচ দুটি জিতলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেঁচে থাকবে দক্ষিণ আফ্রিকার। যদিও নানান হিসেব-নিকেশ আছে।
তবে আপাতত জয়েই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। আর তাই ডাচদের বিপক্ষে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দেশটি। এর জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরও ছাড়া হচ্ছে না আইপিএলের জন্য।
আগামী ৩১ মার্চ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। আর সেই ম্যাচ দুটির জন্য দলে ফেরানো হয়েছে কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়াকে। এই দুজনসহ বাকি প্রোটিয়া ক্রিকেটাররাও ম্যাচ দুটি খেলে আইপিএলে যাবেন। আগামি ৩১ মার্চ শুরু হবে আইপিএল।
এই ম্যাচ দুটি ২০২১ সালে করোনায় স্থগিত হওয়া সিরিজের অংশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর করোনার প্রকোপ বাড়লে আর খেলা হয়নি বাকি দুই ম্যাচ। এবার খেলা হতে যাচ্ছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফরচুন, রেজা হেনড্রিকস, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রাসি ভ্যান ডার ডুসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post