স্পোর্টস ডেস্কঃ করোনার কারণে না হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি থাকা দুই ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় প্রোটিয়াদের কাছে মহাগুরুত্বপূর্ণ সিরিজ এটি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য নেদারল্যান্ডসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। এই জয়ে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি, সরাসরি বিশ্বকাপে খেলার পথে এক পা দিয়ে রাখলো দলটি। সিরিজের শেষ ম্যাচ জিতলেই, নিজেদের কাজ সেরে ফেলবে প্রোটিয়ারা। তবে চেয়ে থাকতে হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজের দিকে। সেখানে বাংলাদেশ অন্তত এক ম্যাচ জিতলেই, সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
বেনোনিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে মাত্র ১৮৯ রানেই গুঁটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান আসে মিডল অর্ডার ব্যাটার তেজা নিদামানুরুর ব্যাট থেকে। তিনি ৭১ বলে ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস। ওপেনার বিক্রমজিত সিং করেন ৪৫ রান। ৫৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে সিসান্দা মাগালা ও তাবরাইজ শামসি ৩টি করে উইকেট শিকার করেন। অ্যানরিখ নরকিয়া লাভ করেন ২টি উইকেট।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভারেই সেটি টপকে যায় প্রোটিয়ারা। দলীয় ১৮ রানেই ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারালেও, ৭০ রানের জুটি গড়েন পরবর্তীতে অধিনায়ক টেম্বা বাভুমা ও র্যাসি ভ্যান ডার ডুসেন। ৪১ বলে ৬ বাউন্ডারিতে ৩১ রান করে ডুসেন ফিরলে ভাঙে সেই জুটি।
তবে এরপর আর কোনো উইকেট হারাতে দেননি বাভুমা ও এইডেন মার্করাম। দুজনের অবিচ্ছিন্ন ১০২ রানের জুটিতে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন অধিনায়ক বাভুমা। ৭৯ বলে ৮ বাউন্ডারি ও ১ ছয়ে ৯০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩৯ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্করাম।
নেদারল্যান্ডসের হয়ে ফ্রেড ক্লাসেন ও আরিয়ান দত্ত ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post