নিজস্ব প্রতিবেদকঃ সোমবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টুর্নামেন্টে এবারও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল। বাংলাদেশের ড্যাশিং ওপেনার একইসাথে অধিনায়কত্ব করবেন টুর্নামেন্টে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
আসরের শুরু থেকেই খেলবেন তামিম ইকবাল। বিপিএল শেষে দেশের বাইরে ছুটি কাটিয়ে ফিরে এসেছেন ইতিমধ্যেই। অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। সোমবার ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। সেই ম্যাচে দেখা যাবে তামিমকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post