স্পোর্টস ডেস্কঃ চেলসির দুঃসংবাদ বাড়ালেন ক্রিস্টোফার এনকুনকু। আরবি লাইপজিগ থেকে এই মৌসুমে প্রিমিয়ার লিগের দলটিতে এসে চোট পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চোট পান তিনি। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গত বৃহস্পতিবার শিকাগো সোলজার ফিল্ডে এনকুনকুর চোট পাওয়ার এই ঘটনা ঘটেছে।
ডর্টমুন্ডের ম্যাটস হামেলসের সাথে সংঘর্ষে এনকুনকু আঘাত পান। ব্রিটিশ গণমাধ্যমে খবর অনুযায়ী, আগামী ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন তিনি। এবারের গ্রীষ্মে ৫৩ মিলিয়ন পাউন্ডে আরবি লিপজিগ থেকে স্ট্যামফোর্ড ব্রিজের দলে এসেছেন ২৫ বছর বয়সী এই তারকা।
তবে চোটের কারণে প্রিমিয়ার লিগে শুরুর দিকে কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না এনকুনকু। আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে চেলসি। এদিকে হতাশাজনক ২০২২-২৩ মৌসুমের পর আসছে মৌসুমকে সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছে চেলসি। এই দলবদলে দলটিতে যোগ দিয়েছেন রবার্ত সানচেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post