স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাইয়ের ঘরের মাঠ বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের ৮ নম্বরে অবস্থান মুম্বাইয়ের। অপরদিকে ব্যাঙ্গালোর ঠিক তার দুই ধাপ ওপরে ৬ নম্বরে অবস্থান করছে। দলটিও এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে। সমান ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট তাদের নামের পাশে। তবে রান রেটে এগিয়ে থেকে টেবিলেও এগিয়ে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post