স্পোর্টস ডেস্ক:: অজি তারকা ডেভিড ওয়ার্নার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে তার দল দিল্লি ক্যাপিটালস টেবিলের তলানিতে। টানা পাঁচ হারের পর শেষ দুই ম্যাচে জিতলেও টেবিলে অবস্থান পরিবর্তন হয়নি।
দশ দলের আইপিএলে দিল্লি দশ নম্বরে। তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তাই উঠছে। ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরিয়ে অক্ষর প্যাটেলকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন।
দিল্লি নেতৃত্ব দিতেন ঋশভ পন্থ। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি মাঠের বাইরে। পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারের কাঁধে পড়ে দিল্লির দায়িত্ব। তবে তিনি দলকে সামন থেকে নেতৃত্ব দিতে পারছেন না। টানা পাঁচ হারের লজ্জাও পেতে হয়েছে দিল্লিকে।
ওয়ার্নারকে সরিয়ে অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়ে সুনীল গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় অক্ষর প্যাটেলকে অধিনায়ক করা উচিত ছিল। খুব সৎ ক্রিকেটার। ছন্দে রয়েছে। আইপিএলে অক্ষ অধিনায়ক হলে ভারতীয় ক্রিকেটও উপকৃত হবে। আগামি দিনের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।’
ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার সৌরব গাঙ্গুরী, অজি কিংবদন্তী রিকি পন্টিংয়ের মতো সাবেক ক্রিকেটাররা দিল্লির ডাগআউটে থাকলেও মাঠের পারফরম্যান্সে হতশ্রী দলটি। তবে দিল্লি টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, তারা টানা হারলেও চিন্তিত নয় দল নিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post