স্পোর্টস ডেস্কঃ সময়টা মোটেও ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি দেশটি। অধিনায়ক পরিবর্তন করে সিকান্দার রাজা দায়িত্ব পালন করলেও, ভাগ্য পাল্টায়নি দেশটির। ব্যর্থতার দায় নিয়ে একদিন আগেই পদত্যাগ করেছেন প্রধান কোচ ডেভ হটন।
এবার ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ে জাতীয় দলের দুই ক্রিকেটার। তারা হলেন অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরে এবং লেগ স্পিন অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) নিষিদ্ধ করেছে এই দুই ক্রিকেটারকে। আনুষ্ঠানিকভাবে বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
তবে এখনও তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। এখন এই দুই ক্রিকেটারকে শুনানিতে ডাকা হয়েছে। নির্ধারিত দিনে শুনানি কার্যক্রমে অংশ নিবেন না তারা। এর আগ পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
যদিও ইতিমধ্যেই ডোপ টেস্টে পজেটিভ হয়েছেন মাধেভেরে ও মাভুতা। দুজনের দেওয়া নমুনাতে নিষিদ্ধ বিনোদনমূলক ঔষধের দেখা মিলেছে। যেটি কিনা ক্রিকেটীয় কার্যক্রম সমর্থন করে না। এমন কাণ্ডে তাই জিম্বাবুয়ে ক্রিকেট আপাতত কোনো ছাড় দিচ্ছে না। বোর্ড কঠোর এই ব্যাপারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post