স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসের ফুটবল ইভেন্ট ড্র দিয়ে শেষ করল বাংলাদেশ নারী দল। নেপালের বিপক্ষে আজ ১-১ গোলে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ৮-০ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর দল। দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হারে ৬-১ ব্যবধানে।
বৃহস্পতিবার ওয়েনজু স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। অধিনায়ক সাবিনা খাতুন বক্সের সামনে থেকে বুদ্ধিদীপ্ত শট নেন। নেপালের গোলরক্ষক সাবিনার শটে পরাস্ত হলে বাংলাদেশ ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায়। টিটুর দল ৮২ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল। ৮৩ মিনিটে রেখা পৌডেলের গোলে সমতা আনে নেপাল।
১ পয়েন্ট সংগ্রহ করে চার দলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থেকে বিদায় নিলো বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে নেপাল আছে তৃতীয় স্থানে। জাপান পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর ভিয়েতনাম ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার আশা জিইয়ে রেখেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post