নিজস্ব প্রতিবেদকঃ জয়ে ফিরল রংপুর রাইডার্স। দুর্দান্ত ঢাকাকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাইডার্সরা। ৪ ম্যাচ খেলে আসরে দলটির দ্বিতীয় জয় এটি। এছাড়া সিলেট পর্বে প্রথম জয়। অপরদিকে ঢাকার টানা দ্বিতীয় হার।
রংপুরের দেওয়া ১৮৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই দানুষ্কা গুনাথিলাকার উইকেট হারায় দল। এরপর থেকেই ধুঁকতে ধুঁকতে থাকে ঢাকা। মাত্র ৩২ রানে হারিয়ে ফেলে চার উইকেট।
সেখান থেকে অ্যালেক্স রস চেষ্টা চালালেও কাজে দেয়নি খুব একটা। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৩ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয় দলটি। এর মধ্যে অনুপস্থিতজনিত আউট হন তাসকিন আহমেদ। চোটের কারণে ব্যাটিং করতে নামেননি তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ রান করেন অ্যালেক্স রস।
রংপুরের হয়ে শেখ মেহেদী ৩.৩ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। হাসান মাহমুদ ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট লাভ করেন। সাকিব নেন একটি উইকেট।
এর আগে বাবর আজমের ৬২ রানের দারুণ ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। দল ৮ উইকেট হারালেও, ব্যাটিং করতেই নামেননি সাকিব আল হাসান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে ব্রেন্ডন কিং আক্রমণাত্বক হন। তবে বাবর আজমের সাথে তার জুটি ৩ ওভারে ২২ রানের বেশি টেকেনি। ৩ চার ও ১ ছক্কায় ১৩ বলে ২০ রান করে বিদায় নেন কিং। ব্যর্থ হন ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিনে নামা রনি তালুকদার (১১)।
তবে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪৭ রান তুলে রংপুর। তৃতীয় উইকেটে বাবরকে সাথে অধিনায়ক নুরুল হাসান সোহান ৫০ রানের জুটি গড়েন। ২৬ রান করে বিদায় নেন সোহান। উইকেটে দ্রুতই আবার ফিরে যান মোহাম্মদ নবি (১)। দুই রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া রংপুরকে উদ্ধার করে বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩৯ রানের জুটি।
বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পাওয়ার পর প্যাভিলিয়নে ফিরেন বাবর আজম। ৪৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। রংপুরের রান বেড়ে যায় ওমরজাইয়ের সাথে শামীম পাটোয়ারির ৩৫ রানের জুটি। আউট হওয়ার আগে ওমরজাই ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রানের ক্যামিও এবং শামীম ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলেন।
ঢাকার হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন আরাফাত সানী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post